বৃষ্টিরানির কাছে - মোহাম্মদ ইল্ইয়াছ

প্রকাশিত হয়েছে : এপ্রিল ১৬, ২০২৩ | দেখা হয়েছে: ৫০৬ বার
বৃষ্টিরানির কাছে - মোহাম্মদ ইল্ইয়াছ

খন তুমি কোথায় আছো মেঘমেঘালির রানি
ইউরোপ কিংবা অস্ট্রেলিয়ার নীল দিগন্তে? 
তোমার কফোঁটা কান্নার জন্য কালিদাসের মতো
পত্রদূত পাঠিয়েছি অজানা-অচেনা মর্ত্য ও শুন্যে।

এই যে দ্যাখো পুড়ছে বনবনানী, ফসলের ধানি মাঠ
ভরা যৌবনের নদী শুকিয়ে গেছে। পাহাড়-টিলায়
লেলিহান শিখা। মরুর বুক জলন্ত পাথুরে আঙ্গার 
মগডালের পাখিরা তপ্ত রোদের হাওয়ায় ঝিমোয়।

তুমি যদি কাঁদো, প্রকৃতি আবার হাসবে, সবুজ হবে
আমার অছোঁয়া রানি খোঁপা খুলে নিদারুণ ভিজবে
ধরণীমাতার তৃণমূলে গজাবে সন্তানের জন্য চারা
আমিও বৃষ্টি হাওয়ায় পাল খাটিয়ে নিরুদ্দেশ হবো।

মোহাম্মদ ইল্ইয়াছ
ঢাকা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন