নিছক কবিতা নয়! - বিশ্বজিৎ কর
পোড়া লাশের গন্ধে -
বর্ণগুলো ছটফট করে,
কবিতা হয় না!
সুবিধাবাদের ঝোড়ো হাওয়ায় -
ওদের কলম কাঁপে,
কবিতা হয় না!
মোমবাতি নয়, মৌন মিছিলে -
শ্লোগান অনুভূত হয়!
এই যে কবিতা, তুমি জাগো....
বিক্রি হয়ে যাওয়া কলমগুলো-
পুরস্কার খাওয়ার লালসায়...
জানালা খুলে দাও,
মিছিলের গান শোনো -
"পথে এবার নামো সাথী,
পথেই হবে পথ চেনা..!"
বিশ্বজিৎ কর
পশ্চিমবঙ্গ, ভারত
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!