অমর একুশে - আসাদ বিপুল
বাংলা আমার মায়ের ভাষা
রক্তের বিনিময়ে পাওয়া,
দেশের মাঝে আলো ছড়িয়ে
বাংলায় গান গাওয়া ।
একুশ দিয়েছে ভাষার স্বীকৃতি
বাঙালির মুখের মাঝে,
শহিদ ভাইয়ের ত্যাগের স্মৃতি
বাঙালির হৃদয়ে জাগে।
মায়ের ভাষা কেড়ে নিতে
চেয়েছিল পাক হায়েনারা,
বায়ান্নে রুখে দিয়েছে জনতা
করেছে দেশ ছাড়া।
একুশ তোমার একুশ আমার
আজ পেয়েছি মাতৃভাষা,
বাঙালির চাওয়া পূর্ণ হয়েছে
মিটেছে মনের আশা।
একুশ আসে প্রতি বছর
শহীদ স্মৃতি স্মরণে,
ভাষার মর্যাদা রাখতে তাই
সালাম শহিদ চরণে।
অমর একুশ তোমার ত্যাগে
আজ পেয়েছি মাতৃভাষা,
বাঙালির চাওয়া পূর্ণ হয়েছে
মিটেছে মনের আশা।
আসাদ বিপুল
ভগিরথ মাছহাড়ী,
নিউ সাহেবগঞ্জ, রংপুর।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!