তুমি ভয় পেও না - রবীন বসু

প্রকাশিত হয়েছে : নভেম্বর ২১, ২০২১ | দেখা হয়েছে: ৭৮৮ বার
তুমি ভয় পেও না  - রবীন বসু

মাকে দেখলে তুমি অমন ভয় পাও কেন?
আমি বাঘ না ভালুক
শ্বদন্তবিশিষ্ট কোন মাংসাশী প্রাণী!
তোমাকে আয়ত্তে পেলেই
ঘাড় মটকাব? বা লোলুপ কামড় বসাব!
আসলে ভাবাটাই স্বাভাবিক; কেননা
এখন তো জঙ্গল চলে এসেছে নগরে,
এমনকি আমাদের বেডরুমেও ঢুকে পড়েছে!
চারপাশে ঘন অন্ধকার, ওতপাতা ভয়
শব্দহীন নৈঃশব্দ্যের মধ্যে শুধু শিকার আর শিকারি।
চোখে চোখ, জিভে লালা, উদ্যত আক্রমণ…
তারপরেই পাশবিক জয়, 
             উল্লাস আর আত্মতৃপ্তির ঢেকুর!
তবু বলছি, একবার তাকাও সহজে, একবার
নির্ভীক পাশে এসো, বসো দু'দণ্ড
তোমার কোমলস্পর্শে হিংসা যাক দূরে,
আমার যাবতীয় পাশবিক লাম্পট্য, 
               প্রেম হয়ে দাঁড়াক পাশে।

রবীন বসু। কলকাতা 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন