আত্মানুসন্ধান - সিদ্দিকা ফেরদৌস তরু
সময়ের অতিবর্তনে আত্মানুসন্ধানে কেন
জানি বেড়েছে উৎসাহন অনুপ্রাণ।
জীবনটা নিরানন্দের, নিরাপত্তাহীনতার মুখোমুখি,
স্বীকারোক্তি অকপটচিত্ততায়।
নষ্টচেতন মনে ভাবনা কতকিছু।
এখন সিঁড়িগুলো অতিলঙ্ঘনে-
বড় কষ্টদায়ক, নিস্পীড়ন।
ঘাসের উপর শিশিরকনা কিংবা
পদ্মপাতায় টলমল জল-
করেনা আর মোহিনীশক্তি।
জীবনের সবুজ অংশ গুলো হচ্ছে বিলীন,
জীবনের অত্যাবশকীয় মানুষগুলোর
ছেড়ে যাওয়া কিংবা শ্নেহবারির অবসান,
এর নামই বোধ হয় জীবন।।
সিদ্দিকা ফেরদৌস তরু
দক্ষিণ ধানঘড়া
গাইবান্ধা, বাংলাদেশ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!