কার কথা বলো- শাহ্‌ বাহাউদ্দীন শিশির

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১১, ২০১৭ | দেখা হয়েছে: ৩২২৮ বার
কার কথা বলো-  শাহ্‌ বাহাউদ্দীন শিশির


খন লিখতে বসি, ভাবি লিখব সবার কথা;
তোমাদের কথা, তাদের কথা, আমাদের আর সবার কথা। 

স্বাধীনতার কথা লিখব না ভালবাসার কথা;
নাকি লিখব আমাদের জীবন গীতিনাট্যের কথা।
লিখব কি? শোষণের কথা নাকি শুধুই মুক্তির কথা;
একটা খোলা আকাশের কথা।
একএকবার ভাবি লিখব রাজনীতির কথা আর যুদ্ধের কথা;
একটা আবদ্ধ ঘরের কথা। 

তোমরা ভালবাসার কথা বল, অবহেলার কথা বল;
একটি বারতো বলনা সেই হারিয়ে যাওয়া সময়ের কথা।
তোমরা উন্নতির কথা বল, বল ঐশ্বর্য্যের কথা;
একটি বারও বলনা সেই শ্রমিকের কথা।

তোমরা সাম্যের গান গাও, বিজয়ের ধ্বনি দাও;
কেন ঘরে তুলে নাওনা ঐ অনাথ শিশুটিকে।
তোমরা ভালবাসার অভিনয় কর, কর ভালবাসা দিবস;
পেরেছো কি বাস্‌তে ভাল ঐ গৃহহীন জননীকে।

কার কার কথা লিখব, কোন স্বকীয় সুরে গান গাইবো;
ভাবছি গাইব, ভাবছি লিখব, লিখব সবার কথা।

জুলাই ২৭, ২০১৭
অটোয়া, কানাডা

লেখকের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন
ছড়া ও কবিতাঃ তার ধ্রুবতারা - শাহ বাহাউদ্দীন শিশির

ছড়া ও কবিতাঃ বঙ্গবন্ধু তুমি - শাহ বাহাউদ্দীন শিশির 





শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন