অবিনশ্বর - তন্ময় পালধী

প্রকাশিত হয়েছে : আগস্ট ১৭, ২০২২ | দেখা হয়েছে: ৮১৭ বার
অবিনশ্বর - তন্ময় পালধী

ড়িয়ে রয়েছি দ্যাখো 
কষ্ট সয়ে 
যন্ত্রণা সয়ে 
লাথি খেয়ে 
একান্ন দুজনে 
ভাগাভাগি করে 
জড়িয়ে রয়েছি দ্যাখো। 

তারপর পৃথিবীর শ্রেষ্ঠ সকাল!

এবার লড়াই করে 
কষ্ট সয়ে 
স্বাবলম্বী হলে তুমি 
নতুন অতিথি নিয়ে 
বিস্মৃতির অতলে ডুবে গেলে 

আবারও 
কষ্ট সয়ে 
যন্ত্রণা সয়ে 
লাথি খেয়ে 
একান্ন তে বহিরাগত হয়ে 
বৃদ্ধাশ্রমে নতুন সকাল 
তবুও 
জড়িয়ে রয়েছি দ্যাখো। 

তন্ময় পালধী
পশ্চিমবঙ্গ, ভারত 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন