বসন্ত এসেছে ফিরে - এ.আই রানা চৌধুরী

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ১৪, ২০২০ | দেখা হয়েছে: ১০৯৩ বার
বসন্ত এসেছে ফিরে - এ.আই রানা চৌধুরী

ত্র-মিতালির আড়মোড়া ভেঙে
চেয়ে দেখ প্রিয়;
খুলে দাও দখিনা বাতায়নের বদ্ধ কপাট।
মৃত্যুকে দূরে ঠেলেছে নবজন্মা পৃথিবী;
নব-বস্ত্রে সজ্জিত অতীতের নগ্ন প্রকৃতি।
দীপ্তিময় প্রস্ফুটিত বয়ঃসন্ধি ক্ষণে
গুটিগুটি দানা বাঁধে সারা অঙ্গময়;
এগিয়ে চলছে দেখ নবযৌবন পথে।
আঁচলে তাঁর-
দোল খেলে যায় প্রেমিক পবন।
চেয়ে দেখ ঐ-
শিমুল, পলাশ কৃষ্ণচূড়ার বনে,
নগ্ন প্রকৃতি নবরূপে আজ এসেছে ধরায় ফিরে।
ডাকিছে তোমায় ভালোবেসে সখা
থেকো না বদ্ধ নীড়ে,
চেয়ে দেখ কেটে কুয়াশার রেখা
বসন্ত এসেছে ফিরে।

এ.আই রানা চৌধুরী । ডিমলা, নীলফামারী

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন