কবিতার দেবতা - নিত্য রঞ্জন মণ্ডল

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১০, ২০২০ | দেখা হয়েছে: ৯৮৫ বার
কবিতার দেবতা - নিত্য রঞ্জন মণ্ডল

জ্যোৎস্নার ভাঙা রাতের রুপে
মানুষের মত হতে পারিনে
গোপন মনের
ছবি আঁকার;
আকাশটা আমার মজির ফসলে
পোকা লেগেছে ; ভয়েভয়ে এসে
চাষা মাটির
সবুজ গন্ধের
স্বপ্ন রেখে আমি তো মানুষকে
আর এক পথের প্রান্তে
দেখা হবে
অজানার মতকরে;
সব দিয়ে দিলাম গোপনে
প্রেমের গানে সেতারের তানে
সব কথা
গেয়ে উঠে। 
বুনোফুলের কুয়াশায় ভিজেভিজে
আকাশের চাঁদ হতে পারে
আলো আসে
শিথেনের কাছে
সারাটা রাত জালনা খোলা,
ভাঙা ভাঙা কবিতার দেবতা
পূজোর ফুলে
আলো দিলাম
মনের অন্তরে আপন করে দিলাম জ্বেলে।

নিত্য রঞ্জন মণ্ডল । পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন