ভালোবাসার ঘরহীন ঘর - গোলাম কবির

প্রকাশিত হয়েছে : এপ্রিল ১৮, ২০২৩ | দেখা হয়েছে: ৬৬৪ বার
ভালোবাসার ঘরহীন ঘর - গোলাম কবির

কটা দুঃখ নদীর 
তীব্র স্রোতের তোড়ে 
ভেসে যাই কচুরিপানার মতো। 

ভালোবাসাহীন ম্লান জ্যোৎস্নায় 
রাত্রির বুকে মুখ লুকিয়ে 
বিনিদ্র চোখের নীচে পড়ে থাকা 
পিঁচুটি খুঁটতে খুঁটতে 
সময় বয়ে যায় 
নিরবধি নদীর মতো। 

হৃদয়ে তখন চৈত্রের দাবদগ্ধ দিনের 
খরায় চৌচির ফসলের মাঠে 
ক্লান্ত কৃষকের হতাশার প্রগাঢ় 
অন্ধকার ভর করে আছে। 

কোথাও ভালোবাসা নেই, 
বিশ্বাসের দূর্ভিক্ষ ভীষণ! 
অবিশ্বাস আর স্বার্থপরতার ছোবল 
ঢেকে রাখে ফাল্গুনের কৃষ্ণচূড়া, 
পলাশ আর শিমুলের 
আগুন রঙের অপরূপ সৌন্দর্য।

পথিক শুধু খুঁজে ফেরে 
তৃষ্ণার ফটিকজল, 
একটুখানি বিশ্বাস আর ভালোবাসা 
কিন্তু নেই, কোথাও নেই!  

চারিদিকে জ্বলছে শুধু 
ভালোবাসার ঘরহীন ঘর! 
অবিশ্বাসের প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড 
গ্রাস করে ফেলছে ধীরে ধীরে 
হৃদয়ের বিস্তীর্ণ সবুজ বনানী।

গোলাম কবির
মোহাম্মদপুর, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন