শুকতারা - প্রভঞ্জন ঘোষ

প্রকাশিত হয়েছে : আগস্ট ৩০, ২০২৪ | দেখা হয়েছে: ৩৯৩ বার
শুকতারা - প্রভঞ্জন ঘোষ

কৃষ্ণপক্ষের কালো
জোনাক তুমি জ্বলো,
ক্ষুদ্র ক্ষুদ্র আলো বুকে জমে
শুক্লপক্ষে সব আলো তাই এক হয়ে
চাঁদের সাথে একসঙ্গে নামে!

ঝরা পাতা রুক্ষ শীতে ঝরুক
কান্ড-শাখা-ডালকে খালি করুক,
আসছে প্রিয় ঋতুরাজে জানি
অসংখ্য ফুল,কিশলয়ে
মেতে ওঠে অপূর্ব বনানী!

রাত নামলে শুকতারা আড়ালে
অকারনে পশ্চিমে যায় ঢলে,
ঊষার বেলায় পূর্ব পানে দেখি
সব আলো তার নিয়ে আবার
প্রবল হয়ে জ্বলে।

প্রভঞ্জন ঘোষ
পশ্চিম বঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন