বিমূর্ত -ফরিদ তালুকদার

প্রকাশিত হয়েছে : জুন ২২, ২০১৯ | দেখা হয়েছে: ১৪১৯ বার
 বিমূর্ত -ফরিদ তালুকদার

নন্দের বার্তা নও
শোকার্ত ভাষা নও
ভালোবাসা..
ঘৃণা..
কোন কিছু নও
ভাসো অরূপ জলের ঢেউয়ে..

ঘর বাড়ি  ঠিকানা কিছু নেই তোমার 
কিছু নেই.. 
মনের সীমানা ছেড়ে পাখা মেলো..
গোধূলির রংয়ে ছাওয়া 
মেঘমালা দেয়াল পেরিয়ে ছুটে যাও
ফেলে ছায়াহীন হৃদয়.. 
কোটি নক্ষত্রের সরোবরে কোথাও 
নিয়ে নেও ঠাই..

বড় বেশী বিমূর্ত 
বড় বেশী অচেনা এখন তুমি 
আমার ই তো বোধ
দিন অবসানের এই আকাশে। 

একদিন.. 
অনেক অনেক আগে হয়তো একদিন.. 
আমিও হেসেছিলাম প্রাণ খুলে

ঘুমিয়ে পড়েছিলাম 
কেঁদে কেঁদে  প্রাণ ভরে কোনদিন
অনাব্রু.. 
বেড়ে ওঠা ঘাসের ছায়ায়.. 

ফিরে আসে না ঝরা পাতা কোন
পূরণ বৃক্ষ শাখায়..
হয়না বসন্ত জাগরণ 
তেমন কিছু..

এখনো.. 
কে তুমি কড়া নাড়ো
পলেস্তারাহীন এই  স্বপ্ন দুয়ারে..!!

ফরিদ তালুকদার
টরোন্টো, কানাডা। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন