সুরভিত উপসংহার - এম এ ওয়াজেদ

প্রকাশিত হয়েছে : এপ্রিল ২, ২০২২ | দেখা হয়েছে: ৮৩৯ বার
সুরভিত উপসংহার - এম এ ওয়াজেদ

বলিত উপশাখায় ঘূর্ণ্যমান দলনের বিভীষিকা 
অপুষ্টিকর শস্যদানায় যুদ্ধবাজ নাবালকের উল্লম্ফন 
অর্ধোদিত চিরশ্লাঘ্য জীবলোক মনে হয় মরীচিকা 
ধূসরিত পোতাশ্রয়ে দৃশ্যমান আজ শত নিপীড়ন ৷ 

ব্যাবর্তনের নষ্টজলে সাঁতার কেটেছি অবলীলায় 
প্রলোভিত দেহবল্লরী সন্ধান করেছি জলসাঘরে 
প্রাত্যহিক খুঁজে ফিরেছি মননের প্রান্তিকতায় 
বীথিকার তরুশ্রেণি তিমিরনাশনের সরোবরে ৷ 

হে কবিতার অনুরাগী ! তিমিরাবৃত সভ্যতার গতরে -
মূল্যহীন মূল্যবোধের রাহাজানি অথবা নিষ্ঠুর সত্যায়ন
ভূমিদস্যু সামন্তবাদীরা মিথ্যা সুরভিত উপসংহারে -
নিঃশেষ করে অধিকার সাক্ষাৎ লজ্জাহীন প্রত্যায়ন ৷৷

 এম এ ওয়াজেদ। নওগাঁ সদর , নওগাঁ 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন