নির্লিপ্ত - প্রভঞ্জন ঘোষ

প্রকাশিত হয়েছে : জুলাই ১১, ২০২৪ | দেখা হয়েছে: ৪০৮ বার
নির্লিপ্ত - প্রভঞ্জন ঘোষ

খনই আগুন আসবে
অমৃত মনে করবে,
যখনই আঘাত আসবে
ঈশ্বর মনে করবে;
অন্ধকারটি এলে পরে
অগাধ-অগাধ কালো-
আবছা, আঁধার সরিয়ে মুছে
সোলার ল্যাম্পটি জ্বালো।

শুকনো পাতা ঝরার পরে
অমনি চমৎকারে
পুষ্পে পুষ্পে ভরে বৃক্ষ
পত্রে থরে-থরে।

ভাটায় কিণার শুকিয়ে গেলে
অমনি পরক্ষনে
জোয়ারে জল কানায় কানায়
ভরে চতুর্গুনে।

সব উত্তাপ, সমস্ত ভাপ্
কেটে গেলে হেন
তখন লোহা বজ্রসম
সুদৃঢ় হয় জেনো- - -

সব মুদ্রার এপীঠ ওপীঠ
জানবে একই মান,
বৃষ্টি-খরায় মনে রেখো
দু'পীঠ মূল্যবান।

প্রভঞ্জন ঘোষ
পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন