শুধুই রব - রতন বসাক

প্রকাশিত হয়েছে : জুন ৭, ২০২০ | দেখা হয়েছে: ৭৫৪ বার
শুধুই রব - রতন বসাক

গের দিনের মজাগুলো
কোথায় গেল ভাইরে আজ,
সবাই দেখছি স্বার্থ নিয়েই
করছে শুধু নিজের কাজ।

পুতুল নাচের আসর দেখে
ভুলে যেতাম মনের দুখ,
পুঁথিপাঠ আর যাত্রা শুনে
পেতাম বড়ই হৃদে সুখ।

কাঠের বাক্সে পেতল চোঙা
অনেক বাড়ির ছিল শান,
গ্রামোফোনে কালো রেকর্ড
ঘুরে দিতো মধুর গান।

জারি সারি মারফতি সব
আরো কতো নানান সুর,
ধুম্ ধারাক্কা ডি জে পেয়ে
ওসব থেকে থাকছে দূর।

গানের কথার শব্দগুলো
ছিল কতো ভালো সব,
এখন শুনি বাজনা বেশি
কথার থেকে বেশি রব।

রতন বসাক। উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন