ভালবাসাহীন, রাত্রিদিন - গোলাম কবির

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২০, ২০২১ | দেখা হয়েছে: ৮২১ বার
ভালবাসাহীন, রাত্রিদিন - গোলাম কবির

প্রলম্বিত বিষাদের দীর্ঘ ছায়ায় ডুবে যাওয়া
এই হৃদয় কে জিজ্ঞাসা করে দ্যাখ
কতোটুকু ভালবাসে তোমাকে! 
তোমাকে দিলাম আমার একসমুদ্দুর ভালবাসা, 
বিনিময়ে পেলাম শুধুই একআকাশ সম
বিষাদে ছাওয়া অবিশ্রান্ত শ্রাবণমেঘের বৃষ্টি! 
তোমাকে দিলাম আমার অনেক যত্নে 
গড়ে তোলা ভালবাসার কারুকাজ খচিত
সুপ্রাচীন ঐতিহ্যের সুনীল আকাশ,
আমাকে দ্যাখালে তোমার অবহেলার 
জীর্ণ, পরিত্যক্ত রাজপ্রাসাদের খসে পড়া
নোনাধরা দেয়ালের দীর্ঘশ্বাস এবং ঘৃণার
নুপুরনিক্কনে ঝলমলে পোষাকাবৃত্ত বাঈজীর 
ক্লান্ত পায়ের না থামা শব্দের 
আকুল ঘুমপাড়ানিয়া গান। 
এখন কবিতার শব্দেরা বোবাকান্না হয়ে
একটানা কোরাস গাইছে লাইনের পর লাইন, 
 যা কোনো কবিতাই নয় অথচ হিবিজিবি
 কতোগুলো অর্থহীন শব্দের বেঢপ সাইজের মালা বলে মনেহয়। 
 এভাবে কতো আর বাইবো জীবনভেলা
 পরাজিত মেঘদলের মতো ভালবাসাহীন, রাত্রিদিন!

গোলাম কবির
মোহাম্মদপুর, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন