পরিতোষ ঘোষ চৌধুরী-র দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : মার্চ ৩, ২০২০ | দেখা হয়েছে: ১১০৯ বার
পরিতোষ ঘোষ চৌধুরী-র দু’টি কবিতা

প্রিয়ার চেয়ে মিছিল ভালোবাসি
[ শহীদ ছাত্রনেতা রাউফুন বসুনিয়ার প্রতি নিবেদন]

আমি আজ অভিসারে যাবো না প্রিয়া
       যাবো মিছিলে।
স্বৈরাচারের পতন ঘাটাবো। 
যদি ট্রাক আসে পিস্ট করতে-
      তবুও হঠবো না।
যদি বুলেট এসে আমার
বুকটা ঝাঝরা করে দেয়
বুক পেতে দেবো।
আমার লাশটা যেন 
রাজপথেই পড়ে থাকে, 
সকলেই দেখবে তোমার প্রেমিক
        তোমার 'বসু' কে।

বৈশাখী মেলা
সাচনা গ্রামে বৈশাখী মেলা
আওনা সবে বিকাল বেলা।
দোকান আছে রকমারি
খেলবার দোকান সারিসারি।
মনের মতো ঘোরবো আমরা
একসাথে চলবো মোরা।
হাতি ঘোড়া কিন্না আনি
ঝুনঝুনি আর বাশি আনি।
আমি আনমু পুতুল একটা
চুল বানবার ফিতা দুইটা।
নাগরদোলায় চড়বো আমি
ঘোড়ার পিঠে উঠবো আমি।
বাদাম চানাচুর কিন্না খাই
নিমকি রসগোল্লায় মজা পাই।।

পরিতোষ ঘোষ চৌধুরী । সিলেট, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন