ছোটদের ছড়া - শর্মিষ্ঠা গুহ রায়

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৪, ২০২০ | দেখা হয়েছে: ১১৫৪ বার
ছোটদের ছড়া - শর্মিষ্ঠা গুহ রায়

জীবনের আশা
জীবন বড় গোলক ধাঁধা, নয়কো সোজাসাপটা,
ছুটছি, পড়ছি, উঠছি সরিয়ে, সে যে ভীষণ ঝড়ঝাপটা।।

স্বপ্ন মোর ঐ দূরদিগন্তে, পূরণ তবু করতে চাই,
হোকনা পথ ঐ কণ্টকময়, পা ফেলতেও ভয় না পাই।।

বজ্রনিনাদ, কান পাতা দায়, চক্ষু মুদে তাই চলি,
রাস্তা হারাই, ভুল পথে যাই, সামনে দেখি কানা গলি।।

থামব না আজ, থামব নারে, আসুক পাহাড় বাধার,
জিতব আমি জীবনযুদ্ধ সরিয়ে গহন আঁধার।।

ভোর
রক্তিম সূর্য, সুন্দরী ভোর,
পাখিগুলো ডাকে ভালো, কাটে ঘুমঘোর।

নদীবুকে ঢেউ নাচে সূর্যের কিরণে,
বটঝুড়ি ঝুলে পড়ে, জল মাখে, হর্ষিত পরাণে।

তৃণ মাঝে ফুলগুলি হাই তুলে দোলে যে,
মৃদু মৃদু হাওয়া মেখে মিঠিচোখে চায় যে।

ঐদূরে গিরিরাজ, হাত নেড়ে ডাকে -আয়,
শীতল পবন তারে, ছুঁয়ে যে কোথা পালায়।

শর্মিষ্ঠা গুহ রায় । শিলিগুড়ি, দার্জিলিং


শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন