প্রত্যাবর্তন - মৌ মধুবন্তী

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১০, ২০২০ | দেখা হয়েছে: ৯৩১ বার
প্রত্যাবর্তন - মৌ মধুবন্তী

ঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
দশ জানুয়ারী তোমার প্রত্যাবর্তন
বাংগালী জাতির ভাগ্যাকাশে
এনেছিলে পরিবর্তন প্রবল সাহসে
আজ নেই তুমি চেতনায়
বাঙালির ধর্মীয় উন্মাদনায়
কেটে যাচ্ছে বাংলা ভাষার চারিপাশ
তোমার হাসু এখন আমাদের আশ্বাস
তাকে পাঠাও তোমার স্নেহ বার্তা
বাংলাই অক্ষর, বাংলাই আমাদের ভাষা
আমাদের থাক বাংলা লাঙল
আমাদের থাক বাংলা কৃষক
আমাদের থাক লাল সবুজ পতাকা
আমাদের থাক বাংলা অক্ষর, বাংলা ভাষা।

মৌ মধুবন্তী । টরন্টো, কানাডা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন