বাদামি টুনি - মুতাকাব্বির মাসুদ

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ৭, ২০১৯ | দেখা হয়েছে: ১১১৫ বার
বাদামি টুনি - মুতাকাব্বির মাসুদ

কদিন রোদসীর অন্তর্গত আঘণের কালে
সোনেলা ধানের সকাল
পীঠে নবীন ধানের রোদ নিয়ে আসে
ডুমুরপাতার আড়ালে বাদামি টুনি
টোনাকে বলে 'কী ভাবছো তুমি?'
টোনা বলে 'ভাবছি-তোমার প্রতি যতটা প্রেম
যতটা আবেগ-অনুরাগ ততোটাই শ্রদ্ধা যদি না থাকে তাহলে ডুমুরবনে পাতার ছায়ায় এ কিসের ভালোবাসা?'
টুনি বলে 'এ ছোট্ট বুকে জমা রেখেছি গো
তোমার জন্য পৃথিবী সমান ভালোবাসা!'
টোনা তার পিঙ্গল ডানার নিচে কুয়াশামাখা
একফালি রোদ নিয়ে ডাকে
'আসো-ডানার নিচে আসো
এ অগোছালো শিশিরভেজা লোমশ বুকে
তোমার জন্য যত নিঃশব্দ লুকোনো রোনাজারি
ঢেলে দেবো আজ তোমার বুকের নদীতলে !
আকাশ সমান ভালোবাসা তোমার নিবিড় ছোঁয়ায়
বিলিয়ে দেবো এই আমি চোখের জলে
তোমাকে ভালোবাসি বড় বেশি
অনুভবের সূর্যতাপে!'

মুতাকাব্বির মাসুদ । শ্রীমঙ্গল, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন