চাকরী চাই - জাকির সোহান
বুক পকেটে ভালোবাসার বদলে
সিভি নিয়ে ঘুরছি দ্বারে দ্বারে।
ভালোবাসা নয় চাকরী চাই-
এ কথায় লোকে ভাবে এলিয়েন
জীবনে বুঝি শুনলো প্রথম!
কেউ যেতে বলে ডানে কেউ বামে
কেউ সামনে কেউবা পেছনে;
কেউ যদি শোনায় আশার গান
কেউ আবার হতাশার।
বসন্তে মাতোয়ারা জাতি বোঝে না
পুড়ি সিংগাড়া খাই এখনো ফুটপাতে
ঘুমাই ক্ষুধা নিয়ে, জেগে উঠি দুঃস্বপ্নে।
হাজার ভোল্টেজ ক্ষোভে বসন্ত নিপাত যাক বললেও
বুকের মধ্যে ডিম লাইটের মতো জ্বলে ভালোবাসা।
জাকির সোহান । লালমনিরহাট
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!