মানুষ - শীতল চট্টোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : ফেব্রুয়ারি ২৯, ২০২৪ | দেখা হয়েছে: ৬০৮ বার
মানুষ - শীতল চট্টোপাধ্যায়

র দেখা হয়নি
মন, মানবিকতার সাথে।
হাসি শিল্পর গেটে তালা ঝোলে এখন।
ঠিকানা ছেড়ে চলে গেছে
ধৈর্য, সহনশীলতা।
আসার জন্য অপেক্ষা,
যাওয়ার জন্য প্রতীক্ষা,
পাওয়ার জন্য একাগ্রতার সাধন মগ্নতা
উপস্থিত হওয়ার মন গড়া-মনঘর
মনের ভেতর নিশ্চিহ্ন।
দৃষ্টি নামের নিকট থেকে
অনেক দূরে সরে গেছে পুবের ভোর,
মানুষে -মানুষ হারানোর জন্যই
আকাশ কাছের হয়না, মেঘের ওড়না ঝোলেনা।
আলো হয়ে মানুষের অন্তরঘর খুঁজছে - চাঁদ,
আলোটিপ হয়ে হাঁটলেও
কপালে টিপ হওয়ার জন্য দেখা হয়নি শিশুদের সাথে,
পড়ুয়া অভাবে
তারাদের লেখা রূপকথার গল্প জমেছে  অনেক,
কোনো একটা অন্য অন্ধকারের মধ্যে
মানুষ জানেনা, কোথায় গেছে মানুষ।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন