শ্যামল বণিক অঞ্জন-র দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ২১, ২০২০ | দেখা হয়েছে: ১৩৭০ বার
শ্যামল বণিক অঞ্জন-র দু’টি কবিতা

কাটলো অমানিশা
কন্ঠে তোমার শুনেছিলাম
শিকল ভাঙার গান,
তর্জনীতে জেগে উঠার
ছিলো আহবাণ।
নিকষ আঁধার মাঝে তুমি
দিলে সঠিক দীশা,
আলো ঝলমল হলো যে পথ
কাটলো অমানিশা। 

শীতের আনন্দ
পৌষ পার্বণে নিতু
গ্রামে দাদু বাড়ী যায়,
দাদীর হাতে তৈরী
নানা রকম পিঠা খায়।
কলাপিঠা দুধচুসি
খেয়ে নিতু মজা পায়
ভাপাপুলি মালপোয়া
নিতু বারে বারে চায়।
হিম হিম প্রভাতে
নিতু ধরে বায়না,
ভাপা পিঠা ছাড়া নিতু
কিছু খেতে চায়না!
আরো চায় টাটকা
খেজুরের রস যে,
শীতে গ্রামের পরিবেশে
নিতু হয় বশ যে!
মন কেড়ে নেয় তাঁর
পায়েসের গন্ধ,
গ্রামে নিশু পায় খাঁটি
শীতের আনন্দ!

শ্যামল বণিক অঞ্জন
শেরপুর, ঢাকা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন