শুভাশিস দাশের কবিতা

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১৫, ২০২০ | দেখা হয়েছে: ১০৭৫ বার
শুভাশিস দাশের কবিতা

শ্মশানে শব্দ পোড়ে  
শব্দেরা লাশ হয় 
লাশ হয় আমাদের এই বহতা জীবন 
ভালবাসা পোড়ে 
প্রতিশ্রুতি পুড়ে পুড়ে তৈরি হয় বিচ্ছিরি যাপন 
এ তুমি কেমন বর দিলে মহীয়সী?
শিশুর যোনি রক্তাক্ত হলে কেমন করে পুজো হবে বলো 
কেমন করে মাতৃজঠরে বেড়ে উঠবে নারী মুক্তি 
এখন শ্মশানে পুড়ে যায় যাবতীয় কৌলিন্য 
যে ফুল তোলা ছিল তোমার পুজোর জন্য 
আজ সব পুড়িয়েছি জ্বলন্ত চিতায় 
শব্দেরা পুড়ে যায় আমাদের অস্তিত্বের শেষ ঠিকানা টুকুও!

হেমন্তের দিনে রোদ পিওন 
কথা গুলো গুছিয়ে রাখোনি মালবিকা 
তাই আজ এই অস্থির যাপন 
হেমন্তের পোয়াতি মাঠে আর চিঠি দেয় না 
রোদ পিওন, কৃষকের ফ্যাকাশে মুখে 
নদী ভাঙার বলি রেখা 
কতবার বলেছি ভুলে যাও ভুল করা বিছানার সোহাগ 
সময় ভেঙেছে নিয়মের বাঁধ 
মালবিকা আর আসবে না রোদ পিওন। 

শুভাশিস দাশ । কোচবিহার 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন