তুষার ভট্টাচাৰ্য-এর দু'টি অনু কবিতা
নুড়ি পাথরের বুকে
বোবা নুড়ি পাথরের বুকে
আমি একদিন
ফোটাবো ভালবাসার
প্রথম কদম ফুল।
অশ্রু বৃষ্টিতে
ব্যর্থ ভালবাসার অনুচ্চারিত
শব্দগুলি
নিয়ে আমি প্রতিদিন
রাত্তিরে অশ্রুবৃষ্টিতে ভিজি।
তুষার ভট্টাচাৰ্য
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!