যাযাবর - শ্রী রাজীব দত্ত
নয়কো আমি আগাছা
তবু আগাছা আমার নাম
নইকো আমি পরজীবী
তবু নির্ভরশীলতাই আমার সম্মান।
বড় গাছের উপরে
ছোট্ট গাছ যখন নেয় আশ্রয়
তখন সে আগাছা
ফ্লাইওভারের নিচে আমার বসবাস
এটাই আমার একমাত্র প্রত্যয়
আমিও কি তবে আগাছা, রয়ে যায় সংশয়।
ব্যস্ত শহরে বড় ফ্লাইওভার
তার নিচে আস্তাকুঁড়ের পাশে
আমার শান্তি গেছে মিশে
দুটো বাচ্চা আর আমরা দুজন
এটাই আমার সংসার।
উপরের ফ্লাইওভারের ছাদ
দুপাশে হোডিং ছেড়া দেওয়াল।
হাড়ি পাতিল নিয়ে একটা ঘর
এই জীবনে আমরা যাযাবর।
সারাদিন এদিক-ওদিক
তিন চাকা নিয়ে ছুটি
এক এক খানা প্যাটেল
আমার ইচ্ছা যোগায় নতুন
একটুখানি জিরিয়ে নিয়ে পেটে পড়বে রুটি।
নোটিশ দিয়েছে আমার ঘরে
কর্পোরেশনের লোক
শুনবে না তারা হাজারো বারণ
আমার যা হয় হোক
শহরের সৌন্দর্য আমি করেছি নষ্ট
ফ্লাইওভারের নিচে করেছি জঞ্জালের সৃষ্টি।
সভ্য সমাজের লাগে কটু দৃষ্টি
যেতে হবে নতুন কোথাও
জানা নেই ঠিকানা
আমার মতন যাযাবরের
কাব্য কবিতা মানায় না।
শ্রী রাজীব দত্ত। কলকাতা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!