পার্থ সারথী চৌধুরী-র দু’টি কবিতা

প্রকাশিত হয়েছে : আগস্ট ২৬, ২০২০ | দেখা হয়েছে: ১০০০ বার
পার্থ সারথী চৌধুরী-র দু’টি কবিতা

প্রতিবিম্ব
জকাল কেন এমন ভাবি এলোকটিকে
যে লোকটি রোজসকালে দেখতে আসে
সে লোকটিকে?
হাসিটি তার রহস্যময়
চক্ষুদু'টি বাঙময়
তাইতো সজাগ দৃষ্টি রাখি।
আয়নার উপর তাহার ছবি
তাইতো আমি এমন ভাবি
ছায়া কায়ায় সত্য ঢাকি
আড়াল রাখি স্বরূপটাকে
আজকাল কেন এমন ভাবি এলোকটিকে
যে লোকটি রোজসকালে দেখতে আসে
সে লোকটিকে।

এবং সে
মি ঋণী নদীর কাছে পাখির কাছে
আমি ঋণী জলের কাছে ফুলের কাছে
আমি ঋণী তোমার কাছে মৌ এর কাছে।
ডাকলো পাখি হাকলো নদী,
সেদিন তুমি আসলে যখন বসলে যখন
হুল ফুটানো গন্ধে মাতম
তুমি আমি, তুমি আমি এবং সে।

পার্থ সারথী চৌধুরী। সিলেট

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন