শরতের দিনে - এম আর তানভীর

প্রকাশিত হয়েছে : আগস্ট ২৯, ২০২০ | দেখা হয়েছে: ১০২০ বার
শরতের দিনে - এম আর তানভীর

কালের পরিক্রমায় আবার এলো
সেই শরতের দিন
কখনো রোদ্র কখনো বৃষ্টি,
কখনো ঝড়ো হাওয়া কখনো শুষ্ক আবহাওয়া
এই বুঝি শরতের রীতি।

পাড়ায়-পাড়ায় ছোট্ট শিশুদের
নানা রকম খেলার আয়োজন
গাছে গাছে পাখ-পাখালির কিচিরমিচির,
কখনো নীল আকাশে দলবেঁধে
উড়ে বেড়ায় পানকৌড়ি আর নানা বর্ণের পাখি।

গাছে গাছে ফুটে ফুল
শিউলি জবা মল্লিকা কামিনী
বাতাসে সুবাস ছড়ায় চারিদিক,
নানান ফুলের সুবাসে
হেসে ওঠে যেন প্রকৃতি।

দখিনা মৃদুল হাওয়ায় নদীর স্বচ্ছ পানি
অবিরাম বাতাসে দোল খায় বারেবার
কখনো তপ্ত রোদে,
পথিক বিশ্রাম নেয় গাছের ছায়ায়
শরতের আবহাওয়া যেন চারিদিকে মুগ্ধতা ছড়ায়।

শরতে বর্ষণ হয় বটে
তবে বর্ষার মতো অবিরাম নয়,
কখনো ঝিরিঝিরি বৃষ্টি
কখনো অবিরাম বর্ষণ,
পাড়ার ছেলে-মেয়েরা বৃষ্টিতে ভিজে
শরৎকে বরণ করে খেলাচ্ছলে।

ওপারে দেখা যায় সারি সারি বন আর বন
পাশেই মাথা তুলে দাড়িয়ে আছে সাদা সাদা কাশফুল
কাশফুল মুগ্ধতা ছড়ায় প্রকৃতিতে,
শরতের দিনে প্রকৃতি মেলে ধরে
তার সেই চিরচেনা রূপ যৌবন।

এম আর তানভীর। সিলেট

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন