অনিকেত - তন্ময় পালধী

প্রকাশিত হয়েছে : আগস্ট ২, ২০২০ | দেখা হয়েছে: ৯০০ বার
অনিকেত - তন্ময় পালধী

র পাব, বাবু একটা ঘর?
আদিম সমস্যা থেকে উত্তোরিত হতে চেয়ে
সমাজ গড়ে গোষ্ঠীসুখ খুঁজে
স্বপ্ন বুনেছিল।

কালে কালে গতি পেল
ধান গাছে ধান
ফুল ফোটে গাছে
ভালোলাগার ইমারত গড়ে ওঠে
আর এক হিরন্ময় সকাল।

যে সকালের মঞ্জিমায় আত্মবিস্মৃতির দেশে
আত্মোপম বাঁচা চাই সকলে,ভালবেসে।

তারও পরে
ক্রমে ক্রমে কয়েকজন মিলে
সকাল দুপুর বিকেল ভাগ করে নিলে
অন্তহীন রাত নিয়ে
সমাজমানুষে বিপ্রলব্ধ হয়ে
নিঃসীম শূন্যতা বুকে নিয়ে
অস্তিত্ব টিকিয়ে রাখার করুন আকুতি-
ঘর পাব বাবু একটা ঘর।

তন্ময় পালধী
শংকরপুর, হুগলি

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন