দুঃখ - তন্ময় পালধী

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৪, ২০২০ | দেখা হয়েছে: ১০৫৮ বার
দুঃখ - তন্ময় পালধী

তুমি একটা বর্ণমালা হলে
প্রতিটা বর্ণের মাত্রা বোঝা হয়নি আমার।
ভালবাসার মধ্যে একঘেয়েমি খুঁজে মুক্তি চাইলে,
অথবা ভালবাসা বিসর্জিত হলে -
এক সমীকরণ টেনে অনুভূতির ঘোরে থাকতেই ভালবাসি।

তোমাকে দূরে ঠেলে দিয়ে, জড়িয়ে থাকার
মনগহীনের পরস্পর বিরোধিতায়
কখনো আশ্রয় খুঁজি কখনো হতাশা।

আসলে আমাদের চাহিদার বায়নাক্কায়
তুমি রাজরানী। আসক্তির আবেশে তোমার রঙে
ডুবে গিয়ে বিষাদের মহল বানাই।
অথচ তুমি ত অবুঝ কিছু নও
বহুপথ চলা শেষে বুঝেছি -
তোমার অস্তিত্ব তোমাতে সঠিক
সুখ বা দুঃখ সবই আপেক্ষিক।

তন্ময় পালধী
শংকরপুর
ঠাকুরাণীচক
হুগলি

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন