তবুও ভালোবাসি - মেহেনাজ পারভীন মেঘলা

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ২৯, ২০২০ | দেখা হয়েছে: ৮৭৫ বার
তবুও ভালোবাসি - মেহেনাজ পারভীন মেঘলা

তোমাতে এতো মেঘ কেন?
হঠাৎ তোমার এতোটা নীরবতা!
তোমার স্বপ্নে আমি নেই তাই স্বপ্ন ভেঙে ফেলেছি।
তাই তো আমি স্বপ্নে ফিরিনি,
থেকেছি সীমাহীন দূরে,অজানা নিরাশায়।
দিনের বদলে রাতের আকাশ আর কবিতা ভালোবাসি।
তুমি ভাগ্যবান তারকা যা আমার আকাশে নেই।
মুখরোচক স্মৃতিরা ধারাপাতে বেহালা বাজায়;
তুমুল আবেগ ছড়ানো আঙিনায়।
স্মৃতিরা মুচকি হাসে মনের আয়নায়।
এখনো তোমাকে আমার মুখস্থ; মুগ্ধ অপেক্ষায়।
ছন্দপতনের মুহূর্তেও উষ্ণতম হৃদয় থেকে পাঠালাম "আকুল আকাঙ্খা"।
হতচ্ছাড়া মন তবু চায় একটু আলাপ নির্জনতায়।
আমি মনের পিছনের সিঁড়ি দিয়ে নেমে যাই।
সে কি ব্যথা-যাকে বলে "এনজিনা পেকটোরিস"।

মেহেনাজ পারভীন মেঘলা
দিনাজপুর, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন