কদম ফুল - রাশেদ আহম্মেদ

প্রকাশিত হয়েছে : জুলাই ১৩, ২০২০ | দেখা হয়েছে: ৮৯৭ বার
কদম ফুল - রাশেদ আহম্মেদ

র্ষা এলো বর্ষা এলো 
ফুটলো কদম ফুল।
পুকুর ভরলো খাল ভরলো 
ভরলো নদীর কুল।

নতুন পানি পেয়ে মাছ 
কি যে ছল-ছলায়।
জেলের জালে পড়লো ধরা,
কেচকি গুলো যেন পল-পলায়।

মেঘ ধরেছে বৃষ্টি পড়ে, 
রাখাল ছেলে গায়ে।
বিরু বিরু বৃষ্টির ফোটায়,
দৌড়ছে রাখাল পায়ে পায়ে।

কদম গাছে ফুল ধরেছে,
লাগছে ভালো বেশ।
নয়া বধূ কদমা খেলে,
কিরণ কালো কেশ।

রাশেদ আহম্মেদ,
রামগঞ্জ -লক্ষীপুর,
বাংলাদেশ।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন