চেনার মাঝে অচেনা - মাধবী নাগ

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ৯, ২০২০ | দেখা হয়েছে: ১৩৩১ বার
চেনার মাঝে অচেনা - মাধবী নাগ

জকাল নিজেকে বড় অচেনা লাগে।
"চেনা আমি" টা যেন হারিয়ে গেছে
অচেনা কিছু মানুষের ভিড়ে।
সেই আমি আর এই আমি
বিস্তর ফারাক তাতে,
বেহিসেব এখন নাম লিখিয়েছে
হিসেবের খাতাতে।
সুপ্ত আগ্নেয়গিরির মতো
অন্তর সর্বদা অশান্ত,
বাইরে থেকে বোঝা যায় না
মন কত যে উদভ্রান্ত।
হয়ত কোনোদিন বিস্ফোরণ ঘটবে
লাভা নিঃসৃত হবে ক্ষত হতে
যা এখন ঢাকা পড়ে আছে
দেখা যায় না চামড়ার চোখে।
কখনো নিভৃতে নির্জনতার মাঝে
খুঁজে পাই আপনাকে,
তবে কি একাকীত্ব বোধ ই
হরণ করেছে মনটাকে?

মাধবী নাগ
শ্রীভূমি পল্লী, সিউড়ি
বীরভূম, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন