বিপ্লব গোস্বামী-র একগুচ্ছ কবিতা

প্রকাশিত হয়েছে : জানুয়ারি ১২, ২০২০ | দেখা হয়েছে: ১৪৪৫ বার
বিপ্লব গোস্বামী-র একগুচ্ছ কবিতা

ভালোবাসা কি পাপ

ভালোবাসা কি দীর্ঘ শ্বাস!

নাকি হাহুতাশ্বাস!
নাকি চির ধরা দিল
স্বপ্নের দ্বারে খিল
ভালোবাসা কি পাপ! নাকি কোন শাপ
নাকি আশা ভঙ্গের বেদনা,
না পাওয়ার যাতনা!
ভালোবাসার শেষ ফল,
বুকে ব‍্যাথা চোখে জল!

পদচিহ্ন

আমার মনের উঠোন জুড়ে
তোমার পদচিহ্ন!
সারাটা হৃদয় জুড়ে ব‍্যাথার ক্ষত চিহ্ন!
গড়তে ছিলাম স্বপ্ন বাসর
হঠাৎ করলে মানা!
এখন আমি ধুলায় ধুসর
ভেঙ্গে স্বপ্ন ডানা।

তব চুম্বন

সেদিন নীরবে নির্জনে দুজন,
তৃষাতুরা চিত্তে তাপ দাহ ভীষণ।
অপলক দৃষ্টিতে কর পরশন,
ঘন ঘন তপ্ত শ্বাস অঙ্গ শিহরণ।
লাজে রাঙ্গা মুখচন্দ্র নত মস্তক,
তপ্ত দীর্ঘ শ্বাস হৃদপিণ্ডে ধকধক।
কাঁপা কাঁপা শুঙ্ক তব অধর,
ধীরে বসিলো ওষ্ঠে কেঁপে থর থর।
নিমীলিত আখি তব,স্তব্ধ হলো ক্ষণ
আজো ভুলিনি তব প্রথম চুম্বন।

বিপ্লব গোস্বামী । করিমগঞ্জ, আসাম

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন