আজো রথ চলে - ইলা সূত্রধর

প্রকাশিত হয়েছে : আগস্ট ৪, ২০২০ | দেখা হয়েছে: ৯০৪ বার
আজো রথ চলে - ইলা সূত্রধর

জ রথযাত্রা
ঘোড়ার টানা রথে রাজা চলেছে রাজপথে
পথে কত লোক জ্বলেছে আলোক
আমিও তাদের ভিড়ের মাঝে 
রাজা তোমায় দেখি 

অথচ সেদিন আমি ও তুমি 
ভিড় মাখা জনপথে
কত আবেগে ছুঁয়ে ছিলাম সেই স্বপ্নের রথখানি
অগণিত ভিড় ভেসে যায় স্রোত
হাতদুটি ছাড়াছাড়ি 

নানান পসরা খেলনা পুতুল
মনিহারী রকমারি 
জিলিপি পাঁপড় সঙের ঝাঁপর
কে যেন বাজায় বুকেতে চাপড়
আজ আমি পথে তুমি চড় রথে
সামলেছি কোনমতে

রাজা সুখে থাকো প্রশান্তি মাখো
আমি একা পথে ঘুরি
আজ রথ চলে নানা কৌশলে
বোধ গিয়েছে চুরি 

ইলা সূত্রধর
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন