রক্তের দাগ -শুভ জিত দত্ত

প্রকাশিত হয়েছে : মার্চ ১৩, ২০২৩ | দেখা হয়েছে: ৫৪৮ বার
রক্তের দাগ -শুভ জিত দত্ত

ভুলিনি সেই রাতের কথা
বুলেটের আওয়াজ
দিকে দিকে জলপাই রঙের
গাড়ির আসা যাওয়া

খুঁজে খুঁজে তাজা প্রাণ
কেড়ে নেওয়ার উৎসব
ঘুম কেড়ে নেওয়া রাতে
স্বজন হারার হাহাকার

আতংকে আর ভয়ের মাঝেই
ভোর ঘনিয়ে এলো
এখনো ভেসে আসে সেই 
রাতের দুঃসহ স্মৃতি

মুক্তিকামী মানুষ গুলো 
লাশ হয়ে ঘরে ফেরে
স্বাধীন করো মুক্ত করো
সেদিনের সেই দাবি

চেয়ে দেখি তাদের রক্তের
দাগ বুকে নিয়ে আজ
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ
জ্বলজ্বল করে ওঠে।।

শুভ জিত দত্ত
মহেশপুর, ঝিনাইদহ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন