কবিতার সহযাত্রী - নাদিম সিদ্দিকী

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ১১, ২০২০ | দেখা হয়েছে: ৮৮৩ বার
কবিতার সহযাত্রী - নাদিম সিদ্দিকী

জীবনের কাছে প্রাপ্যতা চেয়ে পাইনি ব'লে-
পরাজিত প্রেমে আজো চাইবো না তোমায়
আজো স্মৃতির অধিক সত্যকে মেনে নিয়েছি ব'লে-
ফেরাবো না তোমায়, ফেরাবো না।

যদি সাধ হয় চ'লে যেও
দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি যা কিছু চেয়েছো তুমি
প্রভুত দাহনে যা-কিছু খুঁজো অলৌকিক শূন্যতায়;
ভালোবেসে যেখানেই রাখো বিশ্বাসী করতল,
আকণ্ঠ গ্লানিতে মিলাবে সব মেঘের দ্রাঘিমায়।

তবু মূর্তিমান মানুষের ভীড়ে মানুষ পাবে না কিছুই।

জীবনের কাছে প্রাপ্যতা চেয়ে পাইনি ব'লে-
আমার শোণিতে আজ জেগে থাক বিক্ষোভ
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে মিশে থাক মানুষের ঘাম
শব্দের প্লাবনে জেগে থাকা নির্জন ঢেউয়ে
কবিতার সবটুকু শুভ্রতা নিয়ে যাক মৌল ফাগুন।
তবু অপূর্ণ জীবন বিপ্লবের সহযাত্রী হোক ততোদিন
যতোদিন মানুষ কবিতার সহযাত্রী।

নাদিম সিদ্দিকী
নেত্রকোনা, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন