কলম - রিকি ঘোষ

প্রকাশিত হয়েছে : জুলাই ১১, ২০২০ | দেখা হয়েছে: ১৫৬৬ বার
কলম - রিকি ঘোষ

লম আমার কথা বলে
সে বাক্ স্বাধীনতা করেছে অর্জন,
অন্যায় প্রতিবাদে জেগে উঠে
ক্ষমতার প্রাঙ্গণকে করতে চায় তর্জন।

তবুও কেন বেঁচে রয়েছি পরাধীনতায়?
কেনই বা রয়েছি অন্যায়ে কারারুদ্ধ?
কলম যে এখন হয়েছে ক্লান্ত
তারে করেছে প্রভাব শেকলবদ্ধ।

উষ্ণ তপ্ত লাল রঙে
রঞ্জিত হয়েছে স্বাধীনতার হজ্র পৃষ্টা,
কলম আমার দেখেছে সমাজ
মেটাতে ব্যাস্ত ঐশ্বর্যের তেষ্টা।

অভিশপ্ত বেড়াজালে ঘেরা
উঠোনের মাঝে আমি দাঁড়িয়ে,
খুঁজে চলেছি আমার কলমকে
পরাধীনতার দু হাত বাড়িয়ে।

পরন্ত বিকেলের রক্তিম আলোয়
যখন সূর্য তার অস্তের পথে,
কলম আমায় প্রশ্ন করল
আমি কী কখনও চড়ব স্বাধীনতার রথে?

রিকি ঘোষ
নাগরাকাটা, জলপাইগুড়ি,
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন