স্মৃতি ফেরানোর দিন - মানস চক্রবর্ত্তী
বৈশাখী বিকালে বিষাদ
ঝাউবনে আমি একা
পাশে নামানো বেহালা
বসন্ত পেরিয়ে গেছে, বোকা বোকা বন
বেহায়া কোকিল এখনও ডেকে চলে নিরন্তন।
বেগবতী নয় নদীটির পাশে খুলে রেখেছি জুতো জোড়া
নদীর জল মেখে নিতে বড়ো ইচ্ছে করে
বাহুতে আর বুকে,
লাল আলো এখনও লেগে আছে নদীতে
লম্বা লম্বা ছায়া ঘনাল জলে
আমি এখনও বসে আছি গোধূলি বিকেলে
নদীকে প্রণাম, ঝাউকে প্রণাম
প্রণতিতে মুছে যায় সব অভিমান।
পদ্যছন্দে নেই আজ বর্ণালী সুখ
বরবর্ণিনী তবু চলো বুড়ো বটতলা
অথবা বাগান , আখ্যান ছেলেবেলা
হলুদ ধানের পাশে সবুজ উপত্যকা
বেল, বকুল, বাতাবীর ফাঁকে
এখনও চাঁদের আনাগোনা।
সন্ধ্যামণি কত ফুটে আছে
প্রজাপতি হাজার উড়ে আসে
স্মৃতি ফেরানোর দিন এখনও ঢের পড়ে আছে
চলো আবার গিয়ে বসি
চাঁদের সাথে, তারাদের সাথে
হিজলের পাশে।
মানস চক্রবর্ত্তী। বাঁকুড়া
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!