আলো জ্বলুক! - বিশ্বজিৎ কর

প্রকাশিত হয়েছে : ডিসেম্বর ২৩, ২০২০ | দেখা হয়েছে: ৬৯৮ বার
আলো জ্বলুক! - বিশ্বজিৎ কর

লোগুলো জ্বালিয়ে রাখো-
ক্ষতিকর পোকাগুলো ধ্বংস হবে,
মরণকূপে ঝাঁপ দিয়ে! 
আলো নিভিও না! 

ঝরাপাতা ফেলে দিও না-
ওদের মর্মরধ্বনি শুনে, 
প্রকৃতির ভাষা বোঝা যাবে! 
ওরা থাকুক পথে, প্রান্তরে, উঠোনে.....! 

মিছিলটা আটকে দিও না -
ওদের শ্লোগান চলুক, 
শাসকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে! 
মিছিল এগিয়ে চলুক দৃপ্ত ভঙ্গিমায়! 

বিশ্বজিৎ কর 
বোড়াল কলকাতা 
পশ্চিমবঙ্গ, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন