হারিয়ে গেছে - গৌর গোপাল পাল

প্রকাশিত হয়েছে : জুলাই ৫, ২০২০ | দেখা হয়েছে: ৮৯১ বার
হারিয়ে গেছে - গৌর গোপাল পাল

ড়িয়ে ধূলো পথের 'পরে
ছুটছে গরুর গাড়ি!
সেদিন কি আর পাব ফিরে
উঠোন কোঠা বাড়ি!!

হারিয়ে গেছে ঘোড়ার গাড়ি
বিয়ের পালকি ঢেঁকি!
হারিয়ে গেছে আসল যত
এখন সবই মেকি!!

হারিয়ে গেছে কাঁথা সেলাই
পৌষের পিঠে পুলি!
হারিয়ে গেছে ছোট বেলার
সেই খেলা ডাংগুলি!!

হারিয়ে গেছে বোলান ভাদু
টুসু ভাঁজোর গান!
হারিয়ে গেছে অনেক কিছু
প্রাণ করে আনচান!!

হারিয়ে গেছে মার্বেল আর
কত নানান খেলা!
হারিয়ে গেছে চু কিৎ কিৎ
নাই সে ছেলেবেলা!!

- গৌর গোপাল পাল

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন