সম্মুখীন - জান্নাত মণি
এসো আমরা পরস্পর অনুভব করি
অতীত জীবনের কথাগুলি
যখন আমি নিঃসঙ্গ
নিরব দিনগুলি।
গভীরতম আকর্ষণ নাভিমূলে
প্রকৃতি দিয়েছিল নিরাময় সুখ অরণ্যে
রৌদ্রদীপ্ত ইচ্ছা।
অনিশ্চয়তার আত্মায় ডুবে ছিলে তুমি
আলিঙ্গনের রাত্রিগুলি।
হাত রেখেছিলে উৎপাটিত আগাছায়
পৃথিবী কর্ষণের লাঙ্গল ফলায়।
কেউই অকৃপণ হাতে দেয়নি রেখাচিত্র এঁকে
নির্দয় যৌনতা দিয়েছে মেখে
আমি কেন লজ্জা পাই অপ্রস্তুত
তোমাকে দেখে
লুকানো আন্ধকারে।
জান্নাত মণি। ঢাকা
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!