মুক্ত জীবন চাই - কামরুল ইসলাম সাকী

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১৭, ২০২০ | দেখা হয়েছে: ১০৫৪ বার
মুক্ত জীবন চাই - কামরুল ইসলাম সাকী

খাঁচায় ভরে যতন করে
কতো খাতির করো!
বন্দীশালায় পঁচি আমি!
বিনোদনটাই বড়ো?

খাঁচায় রাখা খাবার, পানি
বাঁচার জন্য খাই!
ডিম, বাচ্চাতে খুশি তুমি
তাইরে নাইরে নাই!

বনজঙ্গলের প্রাণী আমি
গৃহবন্দী রাখো!
কোনমতে ছুটতে পারলে,
ধরতে পারবে নাকো!

দিগ দিগন্তে ছুটবো আমি
কতোই কি-না খাবো!
নানান জাতের প্রাণীর মাঝে
খুশিতে হারাবো!

মনে আমার হাজার স্বপ্ন
সংসার জীবন ঘিরে
মনের মতো জুড়বো সাথী
বৃক্ষ শাখার নীড়ে।

বন্যেরা বনেই সুন্দর
লতাপাতার ঘরে,
মুক্ত জীবন চাই যে আমি
দাও না স্বাধীন করে!!

কামরুল ইসলাম সাকী
কিশোরগঞ্জ, ঢাকা
বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন