দিয়ারানি - রণজিৎ সরকার

প্রকাশিত হয়েছে : জুন ২০, ২০২০ | দেখা হয়েছে: ৮৯৫ বার
দিয়ারানি - রণজিৎ সরকার

টফটে দিয়ারানি হেসে হেসে কয়
এ-ঘর ও-ঘর ঘুরি কেন এত ভয়?
ধরবো না তো কলম, নেব না তো খাতা
কী সব লিখছ তুমি হিজিবিজি যা তা!
আমি বুঝি কেন তুমি লেখ ঘরে বসে
জান যদি বল দেখি তারা কেন খসে?
একটা লজেন্স দেব বল দেখি আগে
ঘোড়া কিসে মরে বল, সে কি ঘোর রাগে?
আগেভাগে জেনে রাখ এই সব প্রশ্ন
পালানো হবে না দাদা বলে হরেকৃষ্ণ
উত্তর না পেলে মমা কান মলে দেবে
বাঁচাতে পারি তোমায় কোলে নাও ভেবে।

রণজিৎ সরকার। মুর্শিদাবাদ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন