ছোবল - প্রবীর রঞ্জন মণ্ডল

প্রকাশিত হয়েছে : আগস্ট ১০, ২০২০ | দেখা হয়েছে: ১০১৯ বার
 ছোবল - প্রবীর রঞ্জন মণ্ডল

ধুম্রজটা খসে পড়ল মাটিতে 
বন্ধ‍্যা হয়ে গেল ফসল মাঠ
শুয়ে পড়ল পাঁচিল, গাছ, গৃহস্থের কাঁচাবাড়ি
আড়াআড়ি হয়ে গেল জোড়া সংসার।
বিপন্ন এক দুঃসময় গ্রাস করল 
মধ‍্যবিত্তের কচলান সংসার; 
কখনো ফসল মাঠে ফণির ছোবল 
বুলবুলের খেয়ে যাওয়া মাঠভরা ধান।
বকাটে বাউন্ডুলে ছেলের একগুঁয়ে রোষ
ধসে যাওয়া, ধ্বংস হওয়া, এ কার দোষ?
দোষ কারও নয়, সখাত সলিলে ডুবে মরা
ভরা ভরা ঋন আর ডুবে মরা অথবা বন্ধ‍্যা হওয়া 
প্রাণভরা জমির ফসল,
চোখের সামনে গিলে নিচ্ছে দুরন্ত প্রকৃতি 
সামলে নিয়ে এগিয়ে চলা বড়ো দায়;
দায়িত্ব বুঝি কোনো অংশে কম নয়।
তাইত টুপ করে জটা খসলেই 
আলোর ভূবন; হারিয়ে যায় জগত সংসার 
আড়াআড়ি ভাগ হয় এপার ওপার। 

প্রবীর রঞ্জন মণ্ডল 
গোসাবা, দঃ24পরগনা 
পচিমবঙ্গ, ভারত 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন