নীল অনুভূতি - মেহেনাজ পারভীন মেঘলা

প্রকাশিত হয়েছে : অক্টোবর ২৮, ২০২০ | দেখা হয়েছে: ৮৩৭ বার
নীল অনুভূতি - মেহেনাজ পারভীন মেঘলা

নীল অনুভূতি
লো, ইতিবাচক চিন্তা করে জীবনের রঙ পাল্টে দিই।
রূপকথার গল্পের মতো স্বপ্ন সাজাই,
এক একটা সময় ফুরিয়ে যাওয়ার সাক্ষী হই,
এলোমেলো ভুল ছুঁড়ে; জীবনের সুন্দর রাস্তা বুনি,
হতাশার পর্দা সরিয়ে ভাগ্যের দরজা খুলি,
মনে একে অপরের নাম খোদাই করে-
আত্মার আয়াতগুলো তাতে বুনি।
আমি ল্যাম্পপোস্টের নিচে মুখে নিত্য রঙ মেখে দাঁড়িয়ে থাকি;
আর তুমি দোতলার গ্রীলে,
দুরত্ব খুব বেশি নয়-
তবে সামাজিক দুরত্ব অনেক!

মেহেনাজ পারভীন মেঘলা 
দিনাজপুর, বাংলাদেশ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন