রজনীগন্ধার কান্না - সজল বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত হয়েছে : জুন ১৮, ২০২০ | দেখা হয়েছে: ৯৯৩ বার
রজনীগন্ধার কান্না - সজল বন্দ্যোপাধ্যায়

মি রজনীগন্ধা হতে চাই 
সুগন্ধি বাতাসে ভরিয়ে দেব বাতাস 

তোমার জন্মদিনের শুভেচ্ছায় 
তোমার বিবাহের সুন্দর সন্ধ্যায় 
আমি মাতিয়ে দেব তোমার চারপাশ 

জন্ম থেকে মৃত্যু আমি তোমার সহচর  

সেদিন যখন সাদা কাপড়ে ঢাকা 
তোমার নিথর দেহের উপর পড়েছিলাম 
সবাই খুব কাঁদছিল তোমার জন্য ,
আমিও কেঁদে নিলাম এক টুকরো বৃষ্টির মতো 
চুপি চুপি টপ টপ করে!!

সজল বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগণা

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন