বন্দর - রঞ্জনা রায়

প্রকাশিত হয়েছে : সেপ্টেম্বর ১৮, ২০২০ | দেখা হয়েছে: ৯৯০ বার
বন্দর - রঞ্জনা রায়

ক নতুন বন্দরের স্বপ্নমায়ায় ভেসেছিল সে
নাবিকের তৃষ্ণায় উন্মুখ বৃষ্টিবিন্দুরা ঝরেছিল–
ইমনের তানে, আলাপে, উচ্ছ্বাসে নদী হাসে
ঝড়ের উত্তাপে রাতপাখি নীড় খুঁজেছিল।

পণ্যের রঙচঙে রূপকথা দুহাতে জড়াতে চায়
নাবিকের উপোসি চেতনার বিষাদ শরীর
নাবিক জাগে, নাবিক ঘুমায়, পণ্যের মৃতদেহে
জমা হয় বিলাসের গন্ধমাখা কাগজের ফুল।

এভাবে কেটে যায় দিন মাস অনেক বছর
আসে ক্রান্তিকাল ঘন গভীর শ্রাবনে,
নাবিকের সূর্যমুখী জন্মচেতনা খুঁজে নেয়
এক আলোকিত বৃষ্টি শুদ্ধ বন্দর... 

রঞ্জনা রায়
কলকাতা, পশ্চিমবঙ্গ

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন