নৌকাডুবি - অপূর্ব মজুমদার নিক্কণ

প্রকাশিত হয়েছে : জুলাই ২৪, ২০২০ | দেখা হয়েছে: ১০৩১ বার
নৌকাডুবি - অপূর্ব মজুমদার নিক্কণ

মিষ্টি করে বৃষ্টি ঝরে
উঁকি দিয়ে দেখি।
মনে পড়ে সেই ঝড়ে
গ্রামে যে গিয়েছি।

ইন্দ্র আমায় ডাকে আয়
নৌকাতে ঘুরি আজ।
খুব মজা হবে দাদা
দারুণ কেঁওড়ার ঝাঁঝ!

লুকিয়ে আমি নৌকায় নামি
ইন্দ্র চালায় বৈঠা।
মাঝ নদীতে নৌকা ডোবে
ঝাঁপসা হয় মনটা!

ইন্দ্র চেঁচায় খুব বেজায়
আমি নীরব থাকি।
বৃষ্টির ধারা দেখি মোরা
আনন্দে আমি হাসি!

অপূর্ব মজুমদার নিক্কণ,
শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, খুলনা জিলা স্কুল, খুলনা। 

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন