একুশ অযুত - অনিকেত মহাপাত্র

প্রকাশিত হয়েছে : অক্টোবর ২৭, ২০২০ | দেখা হয়েছে: ৯০৫ বার
একুশ অযুত - অনিকেত মহাপাত্র

কুশবার তুমি তরঙ্গ ঠেলে দিয়েছো
আমার দিকে, কেঁপেছে শরীর 
সহনশীলতার অন্তিম সীমায়
দাঁড়িয়ে মেরুদণ্ডেও টান ধরেছে
উত্তাপ সেকি নামেই?
কার শ্বাস, স্বেদ কেড়ে নেবে 
যতটা অর্জন কিংবা মোচনের
সুপবন, হাতে হাতে গুঁজে দিও
পরোয়ানা রিংয়ে দাঁড়ানোর
আত্মজনের মুখোমুখি
হত্যা করতে নয়তো 
হত হতে, নিশ্চিত একটি
একুশে ঠেলেছো তুমি
আকাশের যত বর্ম কেড়ে নিয়ে
কৃষ্ণ গহবরে নির্বাক হতে
তবুও জেগেছে স্বর
নির্ঘন্ট শুধু জন্ম নিতে
হাজার একুশ, অযুত অযুত
ধীর কিংবা উন্মাদ.....

অনিকেত মহাপাত্র
কলকাতা, ভারত

শেয়ার করুন:
মন্তব্যসমূহ (0)
আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেসব ঘর পূরণ করা বাধ্যতামূলক, সেগুলোতে * চিহ্ন দেওয়া আছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বিজ্ঞাপন